হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটি ব্যবহার করে কি কি করা যাবে?

  • কোনো টাকা খরচ ছাড়াই প্রতিদিন আনলিমিটেড মেসেজ পাঠানোর সুবিধা
  • মেসেজে টেক্সট এর সাথে ছবি, ভিডিও বা ফাইল যুক্ত করার সুবিধা
  • নাম্বার সেভ না করেও মেসেজ পাঠানোর সুবিধা
  • একসাথে অনেককে মেসেজ পাঠানোর সুবিধা
  • টার্গেট করে ক্লাইন্ট এর কাছে মেসেজ পাঠানোর সুবিধা
  • অটোমেটিক্যালি যতইচ্ছা নাম্বার জেনারেট করার সুবিধা
  • কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে ভেরিফাই করার সুবিধা
  • বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সকল নাম্বার সংগ্রহ করার সুবিধা
  • অটো রিপ্লাই ও রেসপন্স ট্র্যাক করার সুবিধা
  • একটি সফটওয়্যার থেকে যেকোনো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে মেসেজ পাঠানোর সুবিধা
  • এক্সেল বা গুগল শিট থেকে ফাইল আকারে যত ইচ্ছা নাম্বার একসাথে ইম্পোর্ট করতে পারবেন বা কপি পেস্ট করে নাম্বার ইম্পোর্ট করার সুবিধা
  • বাল্ক মোবাইল SMS এ ক্যারেক্টার লিমিটেশন থাকে এবং যে কোন মিডিয়া ফাইল পাঠানো যায় না, WhatsApp Business Sender ব্যবহার করে ছবি, ভিডিও, লিঙ্ক, এটাচম্যান্ট সহ যেকোন মিডিয়া বা ফাইল পাঠানোর সুবিধা
  • ইনস্ট্যান্ট ও শিডিউল মেসেজ ডেলিভারি সুবিধা। অর্থাৎ আপনি প্রয়োজনে সকল মেসেজ একবারে পাঠাতে পারবেন আবার প্রয়োজন নির্দিষ্টসময় পর পর মেসেজ পাঠাতে পারবেন। নির্দিষ্ট সময় পর পর মেসেজ পাঠালে গ্রাহকরা একসাথে মেসেজ পেয়ে রিপ্লাই করবে না। আপনিও তখন সময় নিয়ে গ্রাহকদের সাথে কথা বলতে পারবেন। যেমন- এক ক্লিক করে মেসেজ পাঠাবেন কিন্তু ১ মিনিট পর পর সারাদিন মেসেজ যেতে থাকবে। উল্লেখ্য, দুটি মেসেজের মধ্যে কত সময়ের বিরতি রাখবেন তা আপনি প্রয়োজন মত সেট করে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং কেনো করবেন?

  • মানুষ বিজ্ঞাপন ভালোভাবে না দেখলেও হোয়াটসঅ্যাপ মেসেজ ইনবক্স ভালোভাবে ঠিকই দেখে। তাই বর্তমানে অনেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ মেসেজ মার্কেটিং-এ ঝুঁকছে। আপনিও নিশ্চয় প্রায়ই হোয়াটসঅ্যাপ মেসেজে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন পেয়ে থাকেন।
  • মোবাইল মেসেজ সেন্ড করতে টাকা লাগে, হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে টাকা লাগে না। মোবাইল মেসেজে ক্যারেক্টার লিমিটেশন থাকে, অর্থাৎ যত ইচ্ছা লেখা মেসেজ করতে পারবেন না কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে যত ইচ্ছা লেখা পাঠাতে পারবেন।
  • যেকোনো পণ্যের বিজ্ঞাপনে পণ্যের ছবি বা ভিডিও যুক্ত করে দিলে পণ্যটির ব্যাপারে গ্রাহকের আগ্রহ বেশি কাজ করে। মোবাইল মেসেজে শুধু টেক্সট পাঠানো যায়, কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি টেক্সট, ছবি, ভিডিও, ফাইল সব পাঠাতে পারবেন।
  • ফেসবুকের সাথে তুলনা করলে ফেসবুকে একাউন্ট প্রচুর কিন্তু হোয়াটসঅ্যাপ একাউন্ট তারাই খুলে যাদের প্রয়োজন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা উল্লেখযোগ্য সময় একটিভ থাকে। ইউজ হয়না এমন একাউন্ট এর সংখ্যা ফেসবুকে অনেক হলেও হোয়াটঅ্যাপ-এ এই সংখ্যাটা খুবই কম বা নাই বললেও চলে।
  • বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে প্রায় ৪ কোটি ৩০ লক্ষ মানুষ আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রায় ৪ কোটি ১০ লক্ষ মানুষ। ফেসবুকে অনেকেই ফেইক একাউন্ট ব্যবহার করে, একজন একাধিক একাউন্ট ব্যবহার করে এবং অনেক অপ্রয়োজনীয় একাউন্ট আছে ফেসবুকে কিন্তু হোয়াটসঅ্যাপ তারাই ব্যবহার করে যাদের হোয়াটঅ্যাপ প্রয়োজন। শিক্ষিত, ব্যবসায়ী, কর্পোরেট, উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের মালিকেরা অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অন্য মাধ্যমের তুলনায় অনেক বেশি।
  • ফেসবুক গুগল সহ সোশ্যাল মিডিয়াগুলোতে এতো এতো বিজ্ঞাপন দেখে মানুষ বিরক্ত হয়। হোয়াটসঅ্যাপ-এ বিজ্ঞাপনের ঝামেলা বা ভিড় নাই বলে ব্যবহারকারীরা যেকোনো মেসেজ মনোযোগ সহকারে দেখে।

হোয়াটসঅ্যাপ মার্কেটিং কেন করবেন?

  • বর্তমানে পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে
  • বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে
  • বর্তমানে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল মেসেজ অ্যাপ
  • বর্তমানে প্রতি দিন প্রায় ১০ হাজার কোটি মেসেজ আদান প্রদান হয় হোয়াটসঅ্যাপ এ
  • বর্তমানে প্রত্যেক এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী গড়ে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে ৩৮ মিনিট সময় ব্যয় করে

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19

  • এই সফটওয়্যারটিতে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড সুবিধা থাকবে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার বর্তমানে বাংলাদেশের ১,০০০+ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। ২৬ আগস্ট, ২০২২ তারিখে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করণ আপডেট হয়েছে।

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19 কিভাবে কাজ করে?

সকল নাম্বার যুক্ত করুন

যেকোনো এক্সেল ফাইল বা গুগল শিট থেকে নাম্বারসমূহ ইম্পোর্ট করুন। আপনি কাজটি কপি পেস্ট এর মাধ্যমেও করতে পারবেন।

মেসেজ লিখুন বা যুক্ত করুন

আপনার পণ্য বা সেবা সম্পর্কিত যে তথ্য সকল গ্রাহকের কাছে পাঠাতে চান তা লিখুন এবং প্রয়োজন মত ছবি, ভিডিও, পিডিএফ বা অন্য ফাইল যুক্ত করুন, সর্বোচ্চ ১ মেগাবাইট সাইজ

মেসেজটি পাঠিয়ে দিন

সেন্ড বাটনে ক্লিক করে যাদেরকে সিলেক্ট করেছেন বা যাদের নাম্বার সংযুক্ত করেছেন তাদের কাছে পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19 কিভাবে কাজ করে?

কাস্টম মেসেজ

ক্রেতাদের নাম সম্বোধন করে শুভেচ্ছা জানাতে পারবেন। আমাদের সফটওয়্যার এর সাম্প্রতিক ভার্সনটিতে ১৫টি কাস্টম ফিল্ড আছে যেগুলো ব্যবহার করে আপনি গ্রাহকদেরকে সব ধরণের সম্বোধন করে মেসেজ পাঠাতে পারবেন।

এক ক্লিকে মেসেজ পাঠান সকলের কাছে

হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি ব্যবহার করে একটি ক্লিক করেই আপনার হোয়াটসঅ্যাপ এর সকল সেভ করা নাম্বারে মেসেজ পাঠাতে পারবেন। এমনকি আপনার হোয়াটসঅ্যাপ-এ সেভ করা নেই এমন নাম্বারেও মেসেজ পাঠাতে পারবেন।

একসাথে সকল নাম্বার ইম্পোর্ট করুন

এক্সেল, গুগল শিট, CSV, টেক্সট ফাইল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সমূহ একেবারেই ইম্পোর্ট করতে পারবেন অথবা কপি পেস্ট করেও ইম্পোর্ট করতে পারবেন।

অ্যাডভান্সড ফিচার

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার সংগ্রহ করতে পারবেন, সেন্ডিং লগ করতে পারবেন, সেন্ডিং শিডিউল করে রাখতে পারবেন, নাম্বার ফিল্টার করতে পারবেন।

যেকোনো মাল্টিমিডিয়া ফরমেট সাপোর্ট করবে

টেক্সট, ছবি, ভিডিও, অডিও এবং ভিকার্ড যেকোনো ফাইল ফরমেট মেসেজ আকারে পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপ সাপোর্ট

OS Supported: Windows 10 (32 & 64 bit), Windows 8/7/Vista & XP.

WhatsPro সম্পর্কে আপনার যত জিজ্ঞাসা

প্রতিদিন কয়টি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানো যাবে?
আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি কতদিনের পুরোনো তার উপর নির্ভর করবে আপনি প্রতিদিন কতটি মেসেজ পাঠাতে পারবেন। নতুন একাউন্ট এর ক্ষেত্রে প্রতিদিন গড়ে ২০০/৩০০ টি করে মেসেজ দিয়ে শুরু করা উচিত। এই পরিমানটি প্রতিদিন ৫% থেকে ১০% হারে বাড়াতে পারেন। এভাবে চালিয়ে গেলে পরবর্তীতে একমাসের মধ্যেই ৩০০০ থেকে ৪০০০ বার্তা/মেসেজ পর্যন্ত পাঠাতে পারবেন।
একসাথে অনেক মেসেজ পাঠালে নম্বরটি কি ব্লক হওয়ার সম্ভবনা আছে?
আপনার নম্বর থেকে অনেক বেশী মেসেজ বা বার্তা পাঠালেই আপনার নম্বর টা ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনি যদি খুব বেশী স্প্যাম মেসেজ আপনার নম্বর থেকে রিসিভ করেন বা আপনার পাঠানো মেসেজ যদি অনেক বেশী স্প্যাম হিসেব অন্য নম্বরে যায় সেক্ষেত্রে নম্বরটি ব্লক হওয়ার সম্ভবনা থাকে।
কিভাবে ১০০০ হাজার বা তার বেশী মেসেজ একসাথে হোয়াটসঅ্যাপ-এ পাঠানো যাবে?
আপনি “বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডার” অপশনটি ব্যবহার করে খুব সহজেই ১০০০ বা তার বেশী মেসেজ পাঠাতে পারবেন। আপনার প্রয়োজনীয় ফোন নম্বরের তালিকা টি বাল্ক হোয়াটসঅ্যাপ অপশন-এ ইম্পোর্ট করে মেসেজ পাঠাতে হবে। আপনি আপনার চাহিদা অনুযায়ী নম্বর গুলোকে কাস্টমাইজ করতে পারবেন।
ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে কি বিনামূল্যে বাল্ক হোয়াটসঅ্যাপ মেসেজ বা বার্তা পাঠানো সম্ভব?
অবশ্যই সম্ভব। আপনি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকে বাল্ক হোয়াটসঅ্যাপ অপশনটি ব্যবহার করতে পারবেন। এটি উইন্ডোজ-10 (Windows _10) এর জন্য উপযোগী। বাল্ক হোয়াটসঅ্যাপ ব্যবহারে নির্দিষ্ট কোনো ক্রেডিট (Credit) লিমিট নেই।
হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার বা টুলস গুলো কি বিনামূল্যে ব্যবহার করা যায়?
হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাল্ক বার্তা পাঠাতে কোনো টাকা লাগে না। এর জন্য আপনাকে শুধুমাত্র একবার সফটওয়্যারটি ক্রয় করার জন্য অর্থ প্রদান করতে হবে।
হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19 লিমিট কত?

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19 দিয়ে বার্তা/মেসেজ পাঠানোর ক্ষেত্রে কোনো নিদিষ্ট লিমিট নেই। আপনি যেকোনো ফরমেটে যেকোনো পরিমান মেসেজ পাঠাতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v16 থেকে কিভাবে গ্রুপ মেসেজ বা ব্রডকাস্ট মেসেজ আলাদা করে পাঠাবো?
হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটির মাধ্যমে ব্রডকাস্ট মেসেজ এবং গ্রুপ মেসেজ পাঠানোর দুটি আলাদা সিস্টেম রয়েছে। যেমন ব্রডকাস্ট-এ মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টিং ব্যবহার করতে হয়। আর গ্রুপ মেসেজ এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অপশন টি ব্যবহার করেত হয়
হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19এর কোনো প্ল্যান কেনার পরেও কি এসএমএস এর জন্য আলাদা টাকা দিতে হবে?

হোয়াটসঅ্যাপ বিজনেস বাল্ক মেসেজ সেন্ডার v19 দুই ভাবে কাজ করে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আরেকটি হল এসএমএস। হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠাতে আপনি যতই মেসেজ পাঠান না কেনো আপনাকে আলাদাভাবে কোনো মূল্য দিতে হবে না। কিন্তু এসএমএস মার্কেটিং এ মেসেজ কেনার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।

কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং কাজ করে ?

এই সফটওয়্যারটি সেলেনিয়াম নামের টুলস দিয়ে স্বয়ংক্রিয় করে গুগলক্রোম ব্রাউজারে কাজ করে। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট এর ডাটাবেস সংরক্ষণ করার জন্য এই সফটওয়্যারটিতে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে যার নাম VB.NET। সেলেনিয়াম টুলসে নাম্বারগুলো দিয়ে দিলে স্বংক্রিয়ভাবে মেসেজ পাঠানো যাবে। এটি কীভাবে কাজ করে তা দেখার সবচেয়ে ভালো উপায় হল ওয়েবসাইটে পাওয়া সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা।

বাল্ক মেসেজ পাঠানো কি আইনসম্মত?
হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাল্ক মেসেজ পাঠানো আইনসম্মত না কিন্তু কিছু নিয়ম কানুন অনুসরন করে বাল্ক মেসেজ পাঠানো সম্ভব।
হোয়াটসঅ্যাপ মার্কেটিং কি আইনস্মমত?
হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ মেসেজ পাঠানো অবশ্যই আইনসম্মত তবে আপনি অপরিচিত কাউকে স্প্যাম মেসেজ পাঠাতে পারবেন না। এ ধরনের মেসেজ পাঠালে আপনার একাউন্টটি বাতিল হওয়ার সম্ভবনা আছে।
আপনারা কি API প্রদান করে থাকেন?
Business Sender হলো ডেস্কটপ বা ল্যাপটপ ভিত্তিক সফটওয়্যার যা ব্যবহার করে আপনি আপনার একাউন্ট থেকে এই সফটওয়্যার ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। এক্ষেত্রে আমরা কোনো প্রকার API দেই না।
আপনারা কি যেকোনো সময় ফোন সাপোর্ট দিয়ে থাকেন?

আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে কাস্টমারদের সাথে ডিল করে থাকি সে দিক থেকে বিবেচনা করে আমরা ফোন সাপোর্ট দিতে পারি না। তবে আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমরা চ্যাটিং এর মাধ্যমে সমাধান করে থাকি অথবা আপনি আপনার সমস্যা গুলি মেইল করতে পারেন। hello@marektinghash.com

We’d Love To Hear From You

If you have any questions, don’t be afraid to email us! A committed business consultant from our firm will contact you.
Receive personalized answers, suggestions, resumes, or estimates with the extra assurances of a same-day response and privacy!

What’s next ?

As soon as it is convenient, one of our devoted business advisors will respond to your inquiry, and if necessary, our web development manager will get in touch with you.

Why you should consider us

With 199+ clients that trust us with their websites, we are among the best website maintenance businesses in the globe. Since our first debut in 2013, we have created more than 15000 websites globally. So, we feel comfortable saying, “We know the best when we see one, and Marketinghash is one.”

Our clients include 150 Global Brands, Silicon Valley Founders

We have grown over the years, all around the globe and have an excellent list of clients that we are proud to have been able to help.